Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে পৌরসভা

পৌরসভার সাধারণ তথ্য

        পৌরসভার সংক্ষিত  বিবরণ (৫০০ শব্দের মধ্যে)

আশির দশকের মাঝামাঝি সময় থেকে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারকে কেন্দ্র করে একটি পৌরসভা গঠন করা আবশ্যক মর্মে এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সর্বসত্মরের জনসাধারনের চেষ্টায় এবং এ এলাকার তৎকালীন সরকারী উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় সহযোগীতায় ১৯৯০সনের ৪ঠা এপ্রিল বসুরহাট পৌরসভা গঠিত হয়। তখন থেকে বিভিন্ন প্রকার ঘাত-প্রতিঘাতের মাধ্যমে ৩য় শ্রেণীর পৌরসভা ২য় শ্রেণীতে উত্তীর্ন হয়ে বর্তমানে ১ম শ্রেণীতে উত্তীর্ন হয়েছে।

সৃষ্টিকালীন সময় পৌরসভায় ৭ জন কর্মকর্তা কর্মচারী কর্মরত ছিল। বর্তমানে সচিব, নির্বাহী প্রকৌশলী ও প্রশাসনিক কর্মকর্তা সহ সর্বমোট কর্মকর্তা কর্মচারীর সংখ্যা ৩৭ জন। পৌরসভার ১ম প্রশাসক জনাব মরহুম আমিরম্নল ইসলাম খোকন এবং ১ম নির্বাচিত চেয়ারম্যান মরহুম ডাঃ মোঃ আবদুল হালিম এমবিবিএস।  ২য় পরিষদে নির্বাচিত চেয়াম্যান ছিলেন জনাব আবদুল কাদের মির্জা, ৩য় পরিষদে নির্বাচিত চেয়াম্যান ছিলেন জনাব কামাল উদ্দিন চৌধুরী, ৪র্থ পরিষদে নির্বাচিত মেয়র জনাব আবদুল কাদের মির্জা পূণঃরায় নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে প্রণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর প্রতিনিধি হিসাবে  অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা ভ্রমন করেন। পৌরসভা সৃষ্টির পর উলেস্নখযোগ্য কাজ সমূহের মধ্যে ১। বসুরহাট পৌরসভার জন্য নিজস্ব ভবন এবং মার্কেট নির্মান, ২। পৌরসভা বাস টার্মিনাল নির্মানের জন্য ১ একর ...... শতাংশ জমি ক্রয় পূর্বক টার্মিনালে রম্নপামত্মর করা, ৩। পৌরসভার প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ১৫ শতাংশ জমি ক্রয় পূর্বক তাতে বিদ্যালয় নির্মান করেন, ৪। পৌরসভার পÿ থেকে সরকারী খাস জমিতে কয়েকটি মার্কেট নির্মান ৫। পৌরসভার ডাম্পিং সাইট এর জন্য ২৭শতাংশ জমি ক্রয়।

এক নজরে পৌরসভা
 
পৌরসভার নাম : বসুরহাট
স্থাপিত : 1990
শ্রেণী :
উপজেলা : বসুরহাট
জেলা : নোয়াখালী
বিভাগ : চট্টগ্রাম
আয়তন : : ৬.৫ বর্গ কিঃ মিঃ
ওয়ার্ড সংখ্যা : 9
জনসংখ্যা : 35000