কোম্পানীগঞ্জ: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় “নারী নির্যাতনকে না বলুন, সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলুন” এ স্লোগানে রবিবার সকালে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে মানববন্ধন, র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালী-মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, সহকারী কমিশনার(ভূমি) মোঃ নাছির উল্যাহ খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুর নবী, উপজেলা সমবায় কর্মকর্ত মোঃ বেদন হোসেন খান, উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রশীদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জামাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী ইব্রাহিম খলিল, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল হােসম জুেয়ল প্রমূখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস