শিরোনাম
কোম্পানীগঞ্জে স্বাস্থ্যসেবা জোরদার লক্ষে হেলথ্ ক্যাম্প উদ্বোধন
বিস্তারিত
কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তায় তহবিল কর্মসূচির আওতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে সোমবার সকাল ১১টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে উপকারভোগীদের স্বাস্থ্যসেবা জোরদার করার লক্ষে ৩দিন ব্যাপী হেলথ ক্যাম্প কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন মিলনায়তন এ হেলথ্ ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।
এ সময়ে উপস্থেত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরনবী ও গণ মাধ্যম কর্মীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে ৩ দিনের কর্মসূচি প্রথম দিনে বসুরহাট পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের ১২০জন উপকারভোগী মা ও শিশুদের ২জন চিকিৎসক দ্বারায় স্বাস্থ্যসেবা দেয়া হয়।
এ ছাড়াও তাদেরকে ৪টি করে এসএমসি-ওর-স্যালাইন ১টি করে লাইফবয় সাবান ও জুসসহ অন্যান্য খাবার বিতরণ করা হয়েছে।