Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও সম্প্রসারণে কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের বিভিন্ন অবদান রাখেন
Details

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর বাদল একজন আদর্শবান, একজন কর্মঠ, একজন নীতিবান, একজন সমাজ সেবক, একজন মানবতাবাদী ও একজন শিক্ষা অনুরাগী হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলায় কাজ করে যাচ্ছে নিরলস ভাবে। তারি ধারাবাহিকতায় কোম্পানীগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন, সম্প্রসারণ ও বিদ্যালয়ের উন্নয়নের জন্য অবদান রেখেছেন ৯০ টি শিক্ষা প্রতিষ্ঠানে।
যার মধ্যে মাল্টিমিডিয়া শ্রেনিকক্ষ স্থাপনে সহায়তা প্রদান করেন ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানে, মহানুভবতা দেয়াল স্থাপনে সহায়তা প্রদান করেন ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানে, সততা স্টোর চালুতে উদ্বুদ্ধকরন ও সহায়তা প্রদান করেন ৯০ টি শিক্ষা প্রতিষ্ঠানে,বিদ্যালয়ের গেইট ও সংযোগ সড়ক নির্মান করেন ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে, শহীদ মিনার নির্মাণ করেন ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে, প্যারা শিক্ষক নিয়োগ ও সম্মানী প্রদান করেন ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে,শৌচাগার নির্মাণ করেন ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে,বিদ্যালয়ের মাঠ ভরাট করেন ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে,২৫ জন বৃত্তি প্রাপ্ত/পরিক্ষায় উত্তম ফলাফল অধিকারী শিশুদের পুরস্কৃত করা,ব্যক্তিগত দান বা জনগনের সহযোগীতায় গৃহ নির্মাণ ও সম্প্রসারন ১০ট,১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের বসার জন্য টুল বেন্ঞ্চ তৈরি করে দেন,বৃক্ষ রোপন করেন ৪০ টি শিক্ষা প্রতিষ্ঠানে, ফুল বাগান তৈরি করেন ৩০ শিক্ষা প্রতিষ্ঠানে,সীমানা প্রাচীর তৈরি করেন ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে,মিড ডে মিল চালু করন ও টিফিন বক্স বিতরন করেন ৯০ টি শিক্ষা প্রতিষ্ঠানে,খেলাধূলার সামগ্রী সরবরাহ করেন ৯০ টি শিক্ষা প্রতিষ্ঠানে,বিদ্যালয়ে কাব গঠনে সহায়তা করেন ৫৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে,আন্তঃবিদ্যালয় কাব সমাবেশ আয়োজনে সহায়তা প্রদান করেন ৫ টিতে,শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে সচেতন করতে পিতামাতা কে নিয়ে ৪০ টি অবিভাবক সমাবেশ করেন।
এছাডা শিশুদের বিনোদন জন্য ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতি অনুষ্ঠান, গরীব শিশুদের মাজে খাতা,পেন্সিল সহ নানা রকম শিক্ষা উপকরন প্রদান করেন ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে,ব্যক্তিগত ও জনগনের অসহায়তায় বিভিন্ন বিদ্যালয়ে ৩০০ টি পোশাক বিতরন করেন এবং ৯০ টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষকদের প্রয়োজনীয় পরামর্ষ ও নির্দেশনা প্রদান করেন এবং প্রাথমিক শিক্ষার নীতি ও নির্দেশনামূলক তথ্য বহুল প্রবন্ধ /নিবন্ধ/বই প্রকাশ করেন ২ টি ও প্রথমিক শিক্ষার উন্নয়ন ও সম্প্রসারণে রেডিও, টেলিভিশনে বক্তব্য, কথিকা ও আলোচনায় অংশগ্রহন করেছেন ৫ বার,যার ফলে প্রথমিক বিদ্যালয়ে শিশুদের উপস্থিতির হার বেড়েছে ৯৬%।

Images
Attachments
Publish Date
25/09/2018
Archieve Date
31/01/2019