কেম্পানীগঞ্জ উপজেলা
খেলাধুলার ক্ষেত্রে উপজেলা রয়েছে নিজস্ব ঐতিহ্য। এ উপজেলা দেশীয় ও আঞ্চলিক খেলাসমূহের মধ্যে হা-ডু-ডু, কাবাডি, গোল্লাছুট, এক্কাদোক্কা, বৌছুট, ইত্যাদি উল্লেখযোগ্য। কেবল কোম্পানীঘঞ্জ উপজেলা বাংলাদেশে নয়, ভারতের কোন কোন জেলার গ্রামে-গঞ্জেও এসব খেলা সমানভাবে জনপ্রিয়।
অতীতে কোম্পানীগঞ্জ উপজেলা প্রায় সব খেলাধুলাই ছিল সৌখিন প্রকৃতির। প্রচার ও চর্চার অভাবে কোম্পানীগঞ্জ উপজেলা এসব খেলা এখন বিলীন প্রায়। অন্যদিকে ব্যাপক প্রচার এবং নিয়মিত চর্চার কল্যাণে বিদেশী প্রায় সব খেলাই এখানে অভূতপূর্ব জনপ্রিয়তা লাভ করেছে।
খেলাধুলার ক্ষেত্রে কোম্পানীগঞ্জ উপজেলা ঐতিহ্যের কথা বলতে গেলে প্রথমেই আসে ফুটবলের কথা। কোম্পানীঘঞ্জ উপজেলা ফুটবলের যাত্রা শুরু হয়। ফুটবল অঙ্গনে অনেক খ্যাতিমান খেলোয়াড় ছিলেন।
ফুটবলের মত ক্রিকেটেও রয়েছে কোম্পানীঘঞ্জ উপজেলা নিজস্ব ঐতিহ্য। কোম্পানীঘঞ্জ উপজেলা ক্রিকেট খেলা ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS